=
নজরুল নজরুল নজরুল
সর্ব বর্ণের, সর্ব বার্তার
বাংলার কবি নজরুল।

সাম্য দিয়ে গড়েছিলেন
রচনায় মানুষ মুমিনুল
নজরুল নজরুল নজরুল।

বিদ্রোহ তার রক্তে মেশা
বাঙালিয়ানার ইমরুল
নজরুল নজরুল নজরুল।

বেড়ে ওঠা যার যথা তথা
স্বভাবমিলে কর্মগুণে আলীমুল
নজরুল নজরুল নজরুল।

শাশ্বত দ্যুতি ছড়িয়ে গেছেন
সমাজ অখণ্ড চেতনার অনুকূল
নজরুল নজরুল নজরুল।
=
ম. প্র. (২৪-০৫-২০২২)
=