=
কাহিল কাহিল লাগে,
বেয়ান থেইক্কা ৷
খয়, বয় কিচ্চু'ই-তো বাগ ধরছে,
টের হাই-না ৷

এই বাবি- এই,
ঐ বাবি- ঐ ৷
কই, কিচু'ই-তো লাইন অয়-না ৷

বাবি; বাবতে বাবতে, আর- বাবি-না ৷
জানি যে-
বাব'- এর জের- খের ৷  
আর-
সময়'- এর জের- বর ৷
তাই সময়'- এর উপর- খাঁড়াইয়া,
বর'- এর উপর- খাঁড়াই ৷

বিয়াল অইলে'ই যে- কাহিল,
কাহিল অইয়া- পলাইবো ৷
এই-ডা-তো পর্ব পর্ব খেলা- ছাইড়া,
আর- কিচ্চু-না ৷৷
=
ম. প্র. (১০-০২-২০২১)
=
শব্দ-খণ্ডনঃ  
(কাহিল = দুর্বল, বেয়ান = সকাল, থেইক্কা = থেকে, খয় = ক্ষয়, বয় = ভয়, কিচ্চু = কিচ্ছু, হাই-না = পাই-না, বাবি = ভাবি, অয়-না = হয়-না, বর = ভর, খাঁড়াইয়া = দাঁড়িয়ে, খাঁড়াই = দাঁড়াই, বিয়াল = বিকাল, অইয়া = হইয়া, এই-ডা = এ-টা, ছাইড়া = ছাড়া,)
=