=
ডুগডুগি বাজে অসতর্ক মহলে ফরফর
সতর্ক মহলে তার বাজরাঙ্গী ফোটে
খবর হয় না ওদের বললে প্রকৃতির কান তোড়ে
বেলা ভাঙ্গে বেলার গহীনে পরপর । আহা ...
নির্জনতার রাত হারায় ফর্দাফাটা গ্রামের সারদেহে
মুসাবিদা কে করবে, কার?

ঘুমের রাজ্যে নৈরাশ্যের ধ্যান অকেজো কারো
জেগে থাকা গহনে লড়াকুর মুদ্রাস্ফীতি তুঙ্গে
প্রাসাদের ভরে তোলা গান হয়তো জীবনাঙ্গ হতো
দিনের ফাঁকে দিন বর্বাদ হয় কোন বেহালের ভাগ্যে
বিহারভোগীরা রাখে না তিল সমান খবর
সমাজবাদী তরঙ্গে অভিযোগ কে করবে, কার?
=
ম. প্র. (২৮-০৩-২০২২)
=