=
বারবার যুদ্ধের দামামা গড়ে
কী পাও তোমরা?

ক্ষত আর যন্ত্রণার
অভিশপ্ত পাড় ভেঙ্গে
যোদ্ধা পৌঁছে স্বর্গে।
সেখানে তার দেশ, সন্তান,
প্রিয়তমার হাত অধরা।

অচেনা নগরী আর নাগরিক
জানে না রক্তলালের সমীক্ষা।
=
ম. প্র. (২৮-০৪-২০২২)
=