=
যুদ্ধ যুদ্ধ খেলা, আর- কতো ?
অস্ত্র দিয়ে যুদ্ধ হলে, তবুও চলতো ৷
যেমন- আব্বা করে-ছিলো একাত্তরে ৷
যার পুরো সময়- নয় মাস'- এর দৈর্ঘ্যে ৷
কিন্ত- এ যে- মন'- এর যুদ্ধ ৷
উনিশ বছর লেগে আছি, জানি-না, আর- কতো !
আজও মানুষ জীবন'- এর উল্টো স্রোতে আমায় করে, সুরতহাল !
রিপোর্ট এক-টা'ই নিয়ামক-হীন চার বেলা'র অস্থি রক্ষা'র কাল !!
=
ম. প্র. (১৮-০২-২০১৮)
=