=
তুমি আসবে বোলে- অপেক্ষা ...
দিন তারিখ'- এর ঠিক নেই ৷
আসবে, তুমি আসবে- এ-টা'ই জার্নাল ৷

অভ্যর্থনা যাই থাকুক- তোমার নাম ৷
আসবে যে, এ-টা'ই হলো- আসলে'র রুহ-কাল ৷
প্রতিক্ষা'র কাল নয়, পরিক্রমা'র আষাঢ় বহাল ৷

তোমাকে ভেবে- ভিজে যাই, পৃথিবী'র বাহু-কাল ৷
কে দেখে- নদী, কে দেখে- সাগর প্রবাল ?
ভালোবাসা রাত-দিন তোমাতে, জীবন রচনা-সাল ৷৷
=

ম. প্র. (০৯-০৬-২০২১)
=