=
খোঁজ করে, ঘটমান ঢেউয়ে কেউ বলে না,
কেমন আছেন?
বিপরীত অঝর থীত হতেও বলা হয় না,
সাধ করে ওটা, ঐ যেমন।
পাওয়ার দাবি, দেওয়ার দাবি হতে, সবল যে নিরঙ্কুশ।
তবু মিছে নয় এই জগৎ সংসার, এই নিঃশ্বাসের গতি উঠানামা,
সর্বোপরি এই বেঁচে থাকার সব তড়িৎ পঙ্খনীল আয়োজন।
কখনো কখনো এই সুপ্রসন্ন বেঁচে যাওয়াও হয়
পরমহংসের নাম।
কোনো দৈব অব্যাখ্যাতীত বেসুমার কারণের ভীত হতে।
এই যাওয়াটুকু, থাকাটুকুর নিশূল দাবি গ্রহণে
বাধ্য থাকে বোলে আমরা জীবিত।
=
ম. প্র. (০২-১০-২০২২)
=