=
লুটে নাও সঙ্গোপনে সবই,
যা- কিছু আরাম-প্রদ, শান্তি-ময়!
আমারো আছে, কিছু- প্রীতি-ময়৷
আমারো আছে, কিছু- হৃদয়-ঘন-মম৷
তোমারে, তাই- সাগ্রহে সুনীতি ভাবি৷
তুমি তবু- পরাধীন.
তুমি তবু- নবীন৷
এ-পাড়ে উঁকি যেতে, ও-পাড়ে ভিড়াও নদী৷
আমারো আছে, কিছু- যাতনা-সম৷
আমারো আছে, কিছু- বেদনা-দীর্ণ৷
তোমারে, তাই- পরার্থে করি-না, বুকে'র সানাই৷
অথচ-
ধারাবাহিক তুমি, যাপনে'র আসন-
এই খল-মৃত্তিকায়, আমি জীবন কানাই৷৷
=
রচনা-সময়ঃ ২০১৫-২০১৬ (সম্ভাব্য)
=
মার্জিত-করণঃ দাড়ি, কমা, বিরাম-চিহ্নে৷
=