=
শুনে শুনে, যা- পাও ?
তা- পুরো'র অংশও নয় ৷
পরমাণুভূতি মাত্র ৷

কেউ কেউ তাতে'ই দিন-কে,
মাস গড়িয়ে, বছর সাজিয়ে ফেলো !

এক অন্ধানুভূতি পাক খায়- আনাকোন্ডা'র মতো !
এক নিমিষে'ই সব- মৃত্যানুভূতি'র স্বাদ পেয়ে, বসে !

পুণরায় জন্ম লয়- জন্মে'র ভেতর ফনা'র এনজয়ে !
এভাবে'ই সিলসিলা শিকড় জমায়- পৃথিবী'র জীবন মানচিত্রে !!
=
ম. প্র. (২২-০৮-২০২০)
=