=
ও পথে'র শেষ নেই !
ও বাঁকে'র শেষ নেই !
না, ও-তে মনও নেই !
-------
যে ফেরানোয়, সরলে, শোধন হবে, ঘাঁয়ে !
-------
এক-টা ছক-বাঁধা জীবন দ্রুত ঢুকে গেছে,
প্রাণে আর- প্রাণে চর্চায়- চর্যাপদে !
-------
কী বিবিধ তার- অনুসরণ লব্ধ !
জোছনায় প্লাবিত হয়েও রাখে-না-
চাঁদে'র খবর, পরিণতি জেনে-শুনেও !!
=
ম. প্র. (১০-০৮-২০২০)
=