=
শিক্ষা-টা সাজা'র নয়,
মায়া'র ৷
ভালোবাসা-টা ভিক্ষা'র নয়,
অধিকারে'র ৷
টাকা-টা উত্তরাধিকারে'র নয়,
শ্রমে'র ৷
চাকরি-টা মামা'র জোরে'র নয়,
যোগ্যতা'র ৷
উন্নয়ন-টা মেয়াদে'র নয়,
লাগাতারে'র ৷
রাজনীতি-টা প্রতি-হিংসা'র নয়,
প্রবর্তনে'র ৷
সমাজ-টা আধিপত্যে'র নয়,
সহ-মর্মে'র ৷
আইন-টা জবর-দখলে'র নয়,
প্রমাণে'র ৷
প্রেম-টা ধর্ষণে'র নয়,
মানা-মানানো'র ৷

যে মেনেছে, সে'ই মানিক ৷  
আর-
যে মানে-নি, সে'ই আর্সেনিক ৷৷
=

ম. প্র. (০২-০৪-২০২১)
=