=
বলবি-তো বল, আদব'- এর সহিত বল ৷
নয়-তো যা- মন'- এর মণি-কোঠায় বুনে রাখিস ৷
তার ইঞ্চি ইঞ্চি কাটা যাবে, প্রতি-টি শব্দে'র বরাতে ৷
শিক্ষা, জ্ঞান, গুণে'র কদর বাদ যায়- যাক ৷  
বয়সে'র হারপিক-তো গিলতে'ই হবে, তোকে ৷
না হয়- বনিবনা'র ব্যালেন্স সি/ডি জিরো ৷

চাওয়া তোর হলে, পাওয়া'র একাউন্টিংও তোর'ই ৷
এক-রত্তি দোষ, তো- এক-বর্ধি দূর ৷
ভালোবাসা, সম্মান'-এর কনটেন্ট তোকে মানতে'ই হবে, হবে ৷৷
চাহে তুই সম্পর্ক আর- বয়স-সূত্রে, যতো'ই কুমির হোস-না, কেনো ৷৷
=

ম. প্র. (২৪-০৪-২০২১)
=