পূরবী হতে, প্রসার তুলে নেবো-
হৃদয়ে'র অয়োময় দিয়ে৷
ভালোবাসা'র আদল বুঝে, নেবো-
তোমার প্রণয়নে'র জবান হতে৷
কে বলে, ভালোবাসা'র রং অদ্ভুত?
পৃথিবী'র বয়স- বাড়ে, বাড়ুক৷
হৃদয়ে'র বয়স- প্রেম টানে, জরুর৷৷
=

রচনা-সময়- ০১-০৫-২০১৯
=