=
সময়ে'র কড়ি-ঘর সব- আ-কাল মুছে দেয়,
বিন্যাসে বিন্যাসে ।
আমরা'ই ঋতু-বৈচিত্র্যে'র ফাঁদে,
গলা পেতে,
ফাঁস লাগিয়ে বসি ।
কাল-তো গতো-কালে'র হয়,
ঘড়ি'র কাটায়- সময় কেটে কেটে ।
কিন্তু-
আমরা চলা'র সারা-পথ আগলে রাখি,
জীবনে'র চতুর্পাশ ।
এক-দিন যে- সময়ে'র গায় বেধে-ছিলো,
রুগ্নতা'র অ-সম আক্রোশ !
দিগ-বিদিগ জুড়ে-ছিলো,
স্বপ্ন-ময়-তা'র আকাশে, মেঘলা অ-ঝর নিরাশ !
সফেদ বৈতরণী নিয়ে,
এক-রাশ ঘুম-ভাঙা ভোরে'র দিগন্ত- উন্মোচন করে,
মুক্ত-কলমে'র রূপান্তর-
অনলাইনে'র পারুল পাখি- শিল্পতরু' ।
হেসে-খেলে, লিখে-পড়ে,
ছড়া-কবিতা'র বাতায়নে,
আজ তার বয়স- তিন সাল ।
জন্ম-দিনে ছড়িয়ে পড়ুক,
অনলাইন উর্বশী-তে নিয়ত ধামাল ।।
=
ম. প্র. (১৮-০৮-২০২১)
=