=
যা কিছু হতো আগুয়ান, সু-উচ্চ-মান
তার কিছু'ই হয়তো হয়-নি নির্মাণ
বঙ্গবন্ধু'র তর্জনী হলে নির্ঘাত মিথ হতো
মাটি'র বাসে অট্টালিকা'র প্রদীপ জ্বলতো ।
কম'- এর কিছু আর- না রবে
পূরণ'- এর সরব পথে কন্যা হাঁটে
আশা জাগানিয়া সময়'- এর সুরত মাপে ।
শ্লোগান পালে স্বপ্ন-পোষা মন প্রবণতা
জনক'- এর বাংলা আর- তার স্বাধীনতা ।।
=
ম. প্র. (১৩-০৩-২০২২)
=