=
জলে'র মাপ-তো নিতে'ই জানো ৷
চোখে'র জলে'র মাপ কী- .... .... ?

বছরে'র পর বছর-
যে চোখে, বেদনা'র কুয়ো- খনন করেছো ৷
মানা, বাধা, বিবাদ কিছু'ই মানো-নি, যার ৷

এক-টা জাহান্নাম কী- তার অধিক ক্ষুদ্র নয় ??
=

ম. প্র. (১১-০৪-২০২১)
=