=
জগদীশ গুপ্ত
টাইপিস্টৈর ব্যানারে জীবনের রংধনু উড়িয়েছেন
হাওয়ায় হাওয়ায় সুখ-হীন মর্মরে মনমীম ভেঙ্গেছেন
সতর্কতার চূড়ান্ত হ্রদে বুনেছেন হৃদয়ের অক্ষর দিয়ে মমত্ব
জগদীশ গুপ্ত।  

অচিন্ত্যকুমার সেনগুপ্তের অনুপস্থিত,
প্রেমেন্দ্র মিত্রের অজ্ঞাতবাস
তারে তুলে আনে আসরের মজমায়
উত্তরসূরীর পালক উড়ে সধন্যে সর্বত্রে নির্ণীত অভিধানে
মানিক বন্দোপাধ্যায়ের সগোত্রে উদয় দানে
মনুষ্যধৃত প্রেমশুদ্ধ কবিতা, গল্প, উপন্যাস মনোজসাহিত্য
মকরক্রান্তির রেখায় হাঁটে যেনো বোলপুর হতে যাদবপুর পর্যন্ত
জগদীশ গুপ্ত।  

লিপ্ত হতে হতে রিক্ত হয়ে যাননি মনক্ষতে পুষেছেন প্রেমের গীয়ার
রচেছেন অক্ষর দিয়ে বোনা শব্দমালায় সাধনতীর্থ পরা সাহিত্যসাধ
স্মৃতির মলিন করে কে রাখে তারে অবেদ্য জগজ্জীবন সারাময় ব্যাপ্ত?
জগদীশ গুপ্ত।
=
ম. প্র. (০৭-০৪-২০২২)
=