=
নিপুন বুননের সারমোহন
তোমার রূপের অবগাহন।
প্রবেশের টিকেট হাওয়ার ব্রীজ
অনুমোদন ছাড়া সুধাপান টিজ।
তোমার অনুসরণের পথটা পসর
অথচ কী অজ্ঞাতনামা সেই বহর!
প্রকাশ্যতার শহরে পরমান্ত এখন
তোমার প্রেরিত সংকটের লক্ ডাউন।
আমি তিলে তিলে বুঝি, সেক্টর খুঁজি
ভেতরের আড়িয়াল চায় সমন্বয় সূচি।
প্রেমে ভর্তি; এক চিরল অভিসন্ধির নাম
যার যাবতীয় রসদে যাতঙ্কুর হয় মুদ্রা বনাম।
সেই দেহাটে আমার হয় না নিরঙ্কুশ প্রণাম!
=
ম. প্র. (২১-০৮-২০২২)
=