=
সুদ নিলে, খুদ পাবে ৷
অধিকার নিলে, ব্লক পাবে ৷
ফিরো যদি- সমন্বয় হবে ৷

ভালোবাসা কোনো- কারো মন-গড়া কলা নয় ৷
যে- সংস্কৃতি প্রহার দিয়ে, তাকে জব্দ করবে ৷

আলো দিলে, ভালো নেবে ৷
কালো দিতে, না হয়- অ-দৃশ্যে যাবে ৷  
তা-তে তোমার আলো-টুকু জোছনায় জড়াবে ৷

অন্ধকার'- এর যে- প্রতি-দান হয়-না, জানো-তো ?  
=

ম. প্র. (৩১-০৩-২০২১)
=