=
জীবনে'র এই আড়ং রহস্যে, ওরা?
তুইও আতেলীয়, এক- বলি'র পাঠা!
মাসুদ, মুরাদ, চয়ন, চানৈক্য সবায়!
মুরোদ খুঁজিস- আমে নয়, বরায়!
পথ চিনিস-না, অথচ- পথে'র তালাস!
কবিতা বুঝিস-না, তবু- তাড়াস দোষে'র বাঁ-হাত!
রকমারী রংয়ে, মন মজিয়েছিস- ও রাহাত!
কী দেখে, চিনবি- সোনা-ঝরা রোদে'র বারিসাত?
এখনও সূর্য হাসে, জীবন দক্ষিণা'র ভেতরে!
জানবি-তো, তোর- সময়' বেলা হতে, পড়ে গেলে!!
=
রচনা-সময়- ২৮-০৩-২০১৯
=