=
বিরহ সঙ্গিত বাজে, রাত্রি'র পশ্চিমে ৷
নিশি পোহাবার এখনও ঘন্টা দুয়েক বাকী ৷
কোন মানব- তার উদ্ভাবক, কেউ নেবে-না, খোঁজ !
রাত্রি মরে গেলে- তবকী পানে'র দরকার পরে ৷
ঘুম-পাড়ানী'র গল্প- অট্ট-ঘোড়ায় চড়ে উধাও দেশে ৷
জেগে থাকা'র লেজ বেড়ে, প্রগাঢ়- জাগানিয়া প্রকল্প !!
=
ম. প্র. (০৫-০৭-২০২১)
=