=
মানুষ নিজে'ই জানে-না তারা কি চায় !
কি তার জীবন, পৃথিবী'র প্রতি অভিপ্রায় ৷
ব্যক্তি, সমাজ, জাতীয় ও আন্তর্জাতীয় পর্যায়
কোনো মানুষ'- এর ধ্বংস-যজ্ঞ বাঁচা'র টিকা-
হতে পারে-না, শান্তি তার- উহ্য রয়ে'ই যায় ৷
জানি-না, ভালোবাসা'র হাত কেনো- এতো হেয় !
অথচ- ওখানে'ই জীবন'- এর স্বর্গ-রাজ্য ৷
ঘুম ভেঙ্গে গেলে, পাখী'র ডাক- কামনা ৷
ফিলিস্তিনি-দের ললাটে রয়েছে, কেনো এতো- কান্না ?
জন্ম হতে'ই শুনেছি ইসরাইলীয় আধিপত্য-কথা ৷
বাচ্চা, নারী, বৃদ্ধ সবাই তাদের বন্দুক'- এর নলে, বিদ্ধ ৷
প্রতিশোধ, প্রতিরোধ নয়, মনুষ্যত্ব সব-চেয়ে বড়ো ৷
সমাজ নিয়ামক নির্ধারণ করে, বেড়ায়- যারা ?
তাদের হৃদয়'-এর উদ্ভাবন' কেনো এতো- হারা ?
জয়, পরা-জয় নয়, সেতু-বন্ধনে হয়-না, কেনো- মাতোয়ারা ??
=
ম. প্র. (১৮-০৫-২০২১)
=
{কবিতা-টি মোলাকাত.কম'- এ (২৬-০৫-২০২১) তারিখে, প্রকাশিত}
=