=
জীবনে'র গল্প-গুলো- অনেক অনেক ছোটো !
গল্প-গুলো'র স্মৃতি-গুলো- অনেক অনেক বড়ো !
উভয়ে'র মাঝে'র অন্তরায়ে'র সেতু-বন্ধন হচ্ছে,
মায়া, মায়া, কেবল- মায়া, শুধু'ই মায়া'র রুহানে ৷
যা- অক্ষরে বসে রয়, হৃদয়ে'র অ-চেতন ফুসফুসে ৷৷
=
ম. প্র. (২৯-০৭-২০২০)
=