=
আহবান'- এর ঘরে, দেখি- নিয়মাবলী'র পিঞ্জর !
যদি- খণ্ডিত হতে দেয়া'ই লক্ষ্য ?
তবে- শর্ত-পোষণ কোন কর্তব্য ?
যুক্ত করে নাও মনে'র সারা-ধন আলো ৷
দেখবে- কি ধর্তব্য আর- কি বর্জনীয় ৷
বুঝবে- বিষয় হতে, তার- মাধুর্যে'র প্রয়োজন কতো ৷৷
=
ম. প্র. (০১-০৭-২০২১)
=