=
তোমার ফিরে আসা'র তাগিদ-টা, নয়- আমার অ-জানা৷
ফুল হতে, ভূল ঝরে গেলে, যা থাকে, তা আমার জানা৷
তাই-তো নিয়েছি, জীবনে'র নিশ্বাস জ্ঞানে, নিবিড় তোমায়৷
ভালোবাসি বলা হয়-নি, বোলে- জানি, এখনও হয়-নি সময়৷৷
=

রচনা-সময়- ১৯-০২-২০১৯
=