=
দাম জানে না ব্রজ,
দামের গরজ।
পেয়েও পশ্চাৎ,
না পেয়েও বেসাত।

লক্ষ্মীর মুরোদ ও হাতে,
যে হাত লক্ষ্য বুনে।

এমন দেখার সুরত বেমেলা,
তবু দহরম রইলো তোলা।
যদিও তোলা তুলে,
হয় না তোলা।
=
ম. প্র. (০৬-০৯-২০২২)
=