=
বিধি তুমি কার- মানুষে'র, নাকি কোরোনা'র, বলবে ?
শ্রেষ্ঠ-কে বলি-দান করছো- তুমি, কিসে'র তরে, বোঝাবে ?
অ-দেখা'র কাছে, দেখা'র এভাবে'ই কী- মৃত্যু হবে ?
তোমার পৃথিবী-তে মানুষ'ই কেবল- স্বার্থপর জীবন-সূত্রে !
সে'ই দোষে'ই কী- তোমাকে মহামারী'র প্রলয়- সাজাতে হয় ?
সে'ই দোষে'ই কী- তোমাকে মুখ চেয়েও মুখ ফিরিয়ে নিতে হয় ?
হে প্রভু; ক্ষমা করো- নিত্য প্রাণ-হানী'র এই অ-স্থগিত ব্যবস্থা- হতে ৷
এক-টা অ-লৌকিক বৃষ্টি দিয়ে, থামিয়ে দাও- কোরানা'র ডঙ্কা- আজ হতে ৷৷
=
ম. প্র. (১৭-০৪-২০২১)
=