=
গোগ্রা, মহেশপুর, সাতবাড়িয়া,
সন্নার হৃৎপিণ্ডে সোম আর বৃহস্পতিবার
হাজার মানুষের মুখ গগণা করে যে হাট ।
গরুর শিং দোলে বিশেষ বৃহস্পতিতে
বাকি সব বাবদ সোমের দশরথ ।
কেউ কেনে দ্রব্য,
কেউ কেনে শ্রেষ্ঠ,
হাট তার সমারোহে সমস্ত লয়ে ব্যস্ত ।

মধুকুমারীর নেই আনাগোনা
শুধু জীবনের নিত্য সদায়ের বেচাকেনা ।
শৈশবের স্মৃতিতে জমা রয়েছে
কিছু তার লেনাদেনা রেশ আর বাহানা ।

মানুষের ক্ষুধার প্রণোদনায়
উপজীব্য করে তোলে বাকিলা হাটের রসনা ।
শতো বছরের বহমান ধারা চলমান রবে
হাজার বছরের ভোগের রাহাতে গহনা ।

রাস্তার দুপাশে দিনি হিসেবের হরেক স্বপ্ন
হস্তান্তর হয় বিনা দোকানীর মোহনায় ঠাঁট ।
গ্রামের ফুলকিতে শহুরে দালানের ইমারতে
ঐতিহ্যের শ্বাস টানে বাকিলা হাট ।।
=
ম. প্র. (২৭-০২-২০২২)
=