=
তোতা-পাখী'র মতো- বলতে পারি-না, সু-ভদ্রে ৷
না পারি- ময়না-পাখী'র মতো- গান গাইতে ৷

স্ব-তন্ত্র পেট, পিঠ নিয়ে'ই পরে থাকি, সময়'- এর ভদ্রে ৷
আশা'র ঘরে, ভালোবাসা- গুমনাম বসত করে ৷

কে চায়- ফল-বান হওয়া'র মুরোদ মেম্বার হতে ?
শরীর'- এর খাঁজে, শরীর-বিহীন কে চায়- বিলীন হতে ?

এক-টা'ই প্রভা- একায়তন বসত-ভর আর- মা ও বাচ্চা ৷
দেবদাস'- এর মিথ' এখানে, কেবল- হাওয়া'ই হাওয়া ৷৷
=

ম. প্র. (২৬-০৩-২০২১)
=