=
যারে ভালো লাগে, কোনো এক- আকিদায় ৷

তারে দেখে দেখে, অতীত হয়ে যাওয়া- কাউকে
ভালো লাগতে, মন দুর্বার হলে, কী করা- যায় ?
তারে কী- আলোবাসা যায়- সব দরবার পেছনে ফেলে ?
তবে- কী জন-প্রিয়-তা'র গুলি'ই ঘায়েল করে- পছন্দ, ই্চ্ছা ?
দামী'র সাথে অ-দামী'র সাকাল মিলে গেলে, সেও কী- পরী হয়ে ওঠে ?
ভালো লাগা'র নানান এঙ্গেল জমা হয়- মনে'র ত্রিপাঠে ?
তবে কী- ঝুলে থাকা মন, মানুষ-টা প্রিয়'র ঘর- দাঁড় করাবে ?
তারে কী- দূরে'র বিরহ হতে, কাছে'র আনন্দারোহী বানাতে হবে ?
ঘোর কেটে যাবে-না-তো চাহিদা'র আয়ু ফুরোবার আগে ?

যেহেতু ভালো-লাগা-টা ছায়া-কল্পে'র ওপর- ভিত্তি করে ৷৷
=

ম. প্র. (০৩-০৫-২০২১)
=