=
বারংবার করেও তার কাছে
করা না করা যখন এক কথা
তখন কে দেবে তারে
দুই টাকার বদলে আশি টাকা?

বুঝতেই চায় না সে প্রত‍্যাশা
প্রাপ্তির ভরে সব বাটখারায় গতহাঁটা।
=
ম. প্র. (১৩-০৪-২০২২)
=