=
ধূলিকণার পথগুলো ভিজে গেছে
চিরায়ত বানে।
মানুষের অস্তিত্ব মানুষের অন্তিম
অনুগ্রহের সামিল
অন্যান্য প্রাণের
পরমান্তিক বোধগুলো অবনিবনা
জলজতার বুলবুলি গরমিল করেছে
বাস্তুহীত সমানে।
=
ম. প্র. (১৯-০৬-২০২২)
=