=
নবোবর্ষের ঘ্রাণে কান পাতা শরীর গুপ্ত খাঁচায় বন্দী
রাও নেই, সায় নেই, কি নিদারুন ক্ষত উপচেপড়া
সুনন্দী মনরবির আকাশটাকে মুছতে দেয়নি আজও
ডানার ভরে বয়ে বেড়ায় অতীত নামক শব্দের পানশালা
বৈশাখী সময় তার ভেতরের জমিনে চাষ করে বাসি প্রেম
আমি ফুৎকারে নিঃস্ব করে দেইনা স্মৃতির আঁকা ফুরসতে্।
=
ম. প্র. (৩১-০৩-২০২২)
=