=
এক-জন আত্মীয়ে'র প্রাণ-পতন হয়েছে ৷
কোরোনায় নয়, হার্ট-ফেলিওর-জনিত ৷
আপাদমস্তক ভালো মানুষে'র প্রতিনিধি ৷
সমাজ দাইরা'র অতি পূণ্য-বান ছিলেন ৷
ধার্মিকতা'র সাথে, ফুরফুরে মেজাজ ছিল ৷
ভালোবাসতেন মানুষ ও মানুষে'র বিচরণ ৷

পত্নী-বিয়োগে'র কয়েক-বছর দু-সন্তান নিয়ে, জীবন ৷
টেনশনে'র বীজ ছিলো-না, তবু- টেনশনে'র মরণ !  

ছেলে সিঙ্গেল- চাকুরিজীবী, মেয়ে ষ্টুডেন্ট ৷
যাবার আগে বলে গিয়েছিলেন, ওদের কোন- নছিয়ত প্রয়োজন ৷
পরলোকে'র পূর্বে- চাওয়া-পাওয়া'র হিসেব দিতে পারেন, ভাগ্য-বান ৷

আমার শৈশবে দেখা- এক-জন স্ব-শিক্ষিত, আধুনিক মানুষ তিনি ৷
সামাজিক দুরত্বে, দুরত্ব বেড়ে গেলেও আ্ত্মা'র নিয়ামক হয়ে'ই ছিলেন ৷
আশা-করি জান্নাতে'র সু-নিশ্চিত আসন যেনো হয়- ওনা'র ললাট-লিখন ৷৷
=

ম. প্র. (২২-০৪-২০২১)
=