=
ফিরে আসা'র নাম- পরিহাস হয়-না, কখনো কখনো ৷
ভালোবাসা'র সোহাগ তার- অপেক্ষায় থাকে, বোলে তখনও ৷

যে ভাঙায়- ভেস্তে যেতে চায়- দরদ, আশ আর- উদ্বৃত্ত ৷  
সে ভাঙায়- নবো-প্রলেপে, খুশি'র ভাং পিয়ে যায়- সীমান্ত ৷  

আগামী'র পথে যে- কবিতা ছড়িয়ে যাবে, হৃদয়'- এর সাক্ষর ৷
তারে তুলে নিতে যে- পথ খুঁজে পায়- পথ'- এর নীড়, সে- ডাঙর ৷৷
=

ম. প্র. (২১-০৩-২০২১)
=