=
সুন্দর'- এর কাছে,
মুগ্ধ-তা বন্ধক রেখে,
আমিও এক-দিন চলে গেছি,
সীমান্তে'র ও-পারে ৷
আশ্চর্য হই-নি,
অ-সুন্দর'- এর আন-মন-তা দেখে ৷
ফিরে আসি- সত্য-কে ধারণ করে ৷
সুন্দর'- এর চারণ-বৃত্তি
পুতে দিতে হয়- বীজ'- এর তাকি-তে ৷
তবে'ই সঙ্গে ফ্রিজার্ভ করে,
চলা যায়- দিগন্তে'র চতুর্পাশ ৷৷
=
ম. প্র. (২৬-০৬-২০১৬)
=