=
আজ ছুঁয়ে গিয়েছে,
প্রিয়া-
শিরা শিরা-তে ৷  

মিশে গিয়েছে,
ভালোবাসা'র
অমোঘ ঘ্রাণ ৷

হৃদয়'- এর হৃদয়ে...
পলাশ, গোলাপ ফুটেছে ৷

কাল কী- হবে,
জানে
ঐ ভবিষ্যত্‌ মহান ৷

তোমাতে আমি,
আমাতে তুমি,
এই হোক- ফরমান ৷৷
=

ম. প্র. (০৭-০৩-২০২১)
=