=
দুর্বার-কে,
আধিপত্যে করেছো-
নিত্য সাহজিক সরল ৷

পুরুষ'- এর স্বত্ব-বিধান
পড়ে থাকলে,
আমাকেও পাবে, তরল ৷

অবশ্য-
এখানে,
বিধি'র সময় নেয়া'র
ফাঁক ছিলো-না, হার্বল ৷

বিরল, অতীব বিরল ৷৷  
=


ম. প্র. (২৬-০৪-২০১৭)
=