=
অনুভবে'র তীরে, বিদ্ধ হই- বারবার৷
তার ভেতরে'র উপলব্ধি- বার করতে, মত্ত হই৷
হই তার- সারা-বেলা'র সাথী, বন্ধু, প্রিয়-জন৷
হয়-না, কিছু'ই সারবত্তা,  পড়ে থাকি- আনমন৷
আসলে, স্পষ্টতা'র দর্জি হয়-না, মাপা- কোনো-দিন৷
তাই- অনুভবে'র আলপনায়, মন- খোঁয়া যায়, প্রতি-দিন৷
ভালো-লাগা, ভালোবাসা'র পরে, কী থাকে- সমীচীন??
=

রচনা-সময়- ১৯-০৩-২০১৯
=