=
সব- পাখী'রই ঠোঁট থাকে,
সব- নদী'রই জল থাকে,
এখানে, কেনো, কোনো- চোখ নেই ?
থাকলে নিশ্চয়'ই ও-তে, প্রেম থাকতো ৷
আর- ও-তে, প্রেমিকা'র নিরব গোপন চুম্বন থাকতো ৷
ও-টা ছাড়া- জীবন মন্ত্রে'র কামুক ছবি, কে আঁকতো ?
-------
পরাণে'র গহীন ভেতরে, সাদা বকে'র আনাগোনা- এখানে নেই, প্রিয় ৷৷
=
ম. প্র. (২৮-০৭-২০২০)
=