=
নাই নাই একেবারে'ই নাই, বৃষ্টি নাই !
নাই উষ্ণ-প্রস্রবণ করবার দহলিজও নাই !
নাই, কিছুতে'ই কোনো- রেহাই নাই !
না, গরমে'র দাবদাহ হতে,
না, মাংস গলদ্‌ঘর্ম চুলকানো হতে ৷  

নাই, কোনো- কোমলায়ন হস্তে'র মেরামত কারু-শিল্প !
তবু- দিব্যি কেটে যায়- সময়ে'র প্রহর-ব্রত !

ভক্ষণ-তো জীবন-লীলা, শীতলতা তার- আধেক চাওয়া !
দিন যেয়ে মাস, মাস যেয়ে বছর- সব চক্রে বাঁধা এক'ই ধারা !!
=
ম. প্র. (১৩-০৮-২০২০)
=