=
বাতাসের ফ্লোতে কোনো ধার্য্য নিয়ম থাকে না
থাকে না বিস্মৃত হবার অবারীত ধীনেশ বয়প্রীয়তা
তার কোনো অনিমেষ প্রারম্ভিকতা থাকে না সীমান্তবক্ষে
থাকে না অন্তঃস্বত্ত প্রান্তখিল্যতা ভ্রমরখেলাপ জয়পুরমঞ্চে
কিন্তু- অনবদ্য জীবনের থাকে, গণমানুষের থাকে যাপিতরঙ্গে
প্রাণোৎস গোনে সবতরঙ্গে ইঞ্চি ইঞ্চি করে রস, সরসের ব্যাপনযজ্ঞে।
দোয়েল, ময়না, টিয়া, তারে বুনে হাওয়ার স্থিতি সন্দেহাতীত পরিগ্রহে
গোলাপ, বেলী, রজনীগন্ধা তারে সঁপে সুবাসের প্রণীত সবিস্ময় প্রণয়ে
আপেল, আঙ্গুর, কমলা তারে বুনিয়াদি ভাব দেখায় নিস্তেজের ভাঁজে
বাঘ, সিংহ, হাতী তারে বেপরোয়ার বাণী শোনায় অভিসিক্ত হতে হতে
আকাশ, সমুদ্র, পাহাড় তারে বহমানতার শহরে নামায় বহুদূরের বিকাশে
কেবল মানুষ তারে বৈচিত্রের নানাবিধ খামে পুরে, এই যেমন ঈদুল ফিতরে।
=
ম. প্র. (১৬-০৪-২০২২)
=