=
ঈদ এলো ঈদ এলো
ঈদুল ফিতর আবার এলো
রমজান শেষে এলো ঈদ
শিশু কিশোর প্রাণে প্রীত।
সেমাই, পোলাও, মাংস কতো
নাজীফা, আমান, রুমাইরা খুশি শতো
নতুন নতুন পোষাক, আরো কতো সোহাগ
ঈদের দিনের মতো যেনো নেই কোনো পরাগ।
ঈদের আনন্দে মাতোয়ারা হবে একদিন
পড়াশোনা করতে হবে জেনো প্রতিদিন।
=
ম. প্র. (৩০-০৩-২০২২)
=