=
বিসর্জনের উৎসব আসছে
ঐ দেখো কোরবানের ঈদ।
তাজা তাজা মাংস খেলে
গড়বে আরো শরীরের ভীত।
রিপুর কাছে হার না মানতে
এলো কোরবানির উৎসর্গ শক্তি।
একটি একটি করে করতে হবে
ছয় রিপুর বিনাশ হতে নিজেকে মুক্তি।
ঈদ আনন্দ সবখানে ছড়িয়ে দাও
যার যা রয়েছে উদ্বৃত্ত তার জমায়।
গরীব, দুঃখির মনে যেনো সর্বদা বাজে
ঈদ আনন্দ শুধু ধনীর নয় সর্ব জনায়।
=
ম. প্র. (১৯-০৬-২০২২)
=