=
দুর্বার হতে-তো চাই,
কিন্তু- দরবার হয়ে, পরি- বার-বার !
সকল সাজা- আমার'ই ললাট !
সকল দরবার- আমার'ই কারণ !
অথচ- কিছু'ই নেই, তার- উত্থাপন !
কেবল- যাতন, পীড়ন অনুরূপ আয়োজন !
নিঃশেষ কভু হয়-না, তবু- পথে'র জোয়ান ৷
কেউ দেখে-বিলাপন, কেউ দেখে- আলোড়ন ৷৷
=
ম. প্র. (২৫-০৫-২০২১)
=