=
কোলাহলের পাশে ঘুম বিরতি
টানে স্কেলের আধা
রাতজাগা পাখির খবর
রাখেনা কেউ এই গ্রামে একা।

আপন আপন মনবাঁতি জ্বালিয়ে
গল্পে মাতে দিনের উর্বশী
এদিকে আধা ঘুমের হিসেব
টানে ঝুরানির ঘরে বেহিসেবি
ঘুম ভাঙানিয়ারা জানেনা কতো
করণীয় কেড়ে নেয় দিনের অস্তগামী।
=
ম. প্র. (১৩-০৪-২০২২)
=