=
পথে'র পরে- পথ হাঁটি ৷
পাই-না, নূতন পথে'র দিশা !
কী হবে- সাধন করে, লক্ষ আশা ?
পাহাড়ে'র পরে- পাহাড় ছাড়াই ৷
পাই-না, নূতন উচ্চতা'র সীমা !
কী হবে- লক্ষ্য করে, আসমান তারা ?
সাগরে'র পরে- সাগর ডিঙাই ৷
পাই-না, নূতন স্রোতে'র বাঁক !
কী হবে- তরী বেয়ে, জলে'র অবাক ?
জীবনে'র শ্বাসে, জীবন ভরে- বাঁচি সজাগ ৷
গড়ে তুলি- স্বপ্নে'র ডাঙর- পৃথক বিভাগ ৷৷
=
ম. প্র. (০১-০৫-২০২১)
=