=
খানিক নেড়ে চেড়ে, ছেড়ে দিলে আর- যা কিছু হয়, হয় ৷
কিন্তু- ভালোবাসা হয়-না, বা- এগোয়-না ৷
মন-টা এগোতে এগোতে স্থির হয় ৷
তার বদলে থমকে গেলে হয়-তো হয়, নতুবা- হয়-না ৷
একে'র পর এক- ব্যক্ত-কে ভালোবাসা'র পরম-পরশ দিয়ে,
গলিয়ে গহীনে প্রবেশ করাতে হয় ৷
ধারাবাহিক তার- নাম ৷
সংকল্প তার- জরিয়া ৷৷
=
ম. প্র. (২৪-০৫-২০২১)
=