=
আঁধারে'র সন্ধি- বৃষ্টি'র প্লাবন !
গা ছুঁয়ে ছুঁয়ে-
আসে, যায় পর্ব-ইশারে ।
আরামে'র ঘর- কোন ঋতু'র পর্শি হয় ?
এক-টা বাঁকা চোরা-পথে,
মনে'র দর্জি ধরে-
বছর-পুরো
অ-শান্তে'র খামার পয়দা করে ।
পাশ্চাত্য ঘুমে, গদ্যে সে-সব
কল্প-কাহিনী'র রূপক ।
সব-কিছু'র বদল ভুবনে-
মানুষ পা রাখে, প্রণয় প্রবচনে ।
পাখি-গুলো প্রাণে'র সদকা দিতে দিতে, বেঁচে রয় !
ঘর-হীন মানবে'র আর্তনাদ-
সময়ে'র আরেক-টা ভোরে'র ক্লান্তি পুড়িয়ে,
উঠে যায়- দমে'র পরাসমানে ।।
=
ম. প্র. (০৯-০৮-২০২১)
=