=
দিন বদলায়-
ছবি'র ব্যবহারিক পদ্ধতি'র মতো ।
এই আকাশ, এই বাতাস বোলে-
কিছু নেই, তার- ভেতর সব'ই ম্যামোরেন্ডাম ।
এক-টা অবস্থা ধরে নিলে-
আরেক-টা'র পাঁয়তারা ।
এ-পিঠ ও-পিঠ দু-পিঠ'ই খালি ।
এক গড়িয়ে গেলে-
আরেক মুড়কি দিয়ে-
ছায়া-বৃত্ত আঁকে ।
সব'ই প্রয়োজনে'র ঘরে- তাল-পেট্রা ।
সময়ে'র সারে-
অতীত, বর্তমানে'র খেলা ।
ডাক এক ঐতিহ্যে'র নাম
যেখানে লিপিবদ্ধ আছে-
সু-মিষ্ট মানবিক ঘ্রাণ,
কৌমল্য, প্রবাদ আর- কথা'র খনন ।
সে-তো অমর, অক্ষয় যুগ-হীনতায় ।
পথ বদলেছে- ভার্চুয়াল তার ঠিকানা ।
মনে'র তাগিদ জুড়ে, আজও
প্রেয়সী'র দরবারে- পৌঁছে যায় ।।
=
ম. প্র. (১০-১০-২০২১)
=